ছাতকে বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার উদ্যোগে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার ৭ডিসেম্বর সকালে শিক্ষক মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রনব দাস মিটুর সভাপতি ও শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (চদা) সোনিয়া সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, সহকারী শিক্ষা অফিসার মাছুম বিলাহ, আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রিয় সমাজকল্যান সম্পাদক দুলন তরফদার। বক্তব্য রাখেন, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি মিতালী ভট্টাচার্য্য, বাসবী চৌধুরী লিলি, অমল রঞ্জন তালুকদার, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন মানিক, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক সাইদুল আলম ডালিম, শিক্ষিকা ফারজানা বেগম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, ছাতকে শিক্ষার ক্রমবর্ধমান উন্নয়নে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবরের অবদান অনস্বিকার্য। তিনি অধিনস্থদের মন জয় করতে পেরেছেন তার কর্মদতার মাধ্যমে। যোগ্যতা বলেই তিনি পদোন্নতি পেয়ে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। সভায় শিক্ষক বঙ্কিম আচার্য্য, চিত্তরঞ্জন দাস, সুলতান মাহমুদ, সঞ্জয় কর, চুনি লাল দাস, রাজিব দাস, নির্মল পুরকায়স্থ, ফয়ছল আহমদ, শাহনাজ বেগম, ফাতেমা বেগম, মদন মোহন ধর, সফিকুল ইসলাম, হায়দর আলী, নজরুল ইসলাম, সুমন মিয়া, সিরাজ উদ্দিন, মিসবাহ বেগম, কলি বেগম, কবির আহমদ, মঈনউদ্দিন, রীতা আচার্য্য, আব্দুল মতিন, অধির চন্দ্র দাস, আক্তার হোসেন, আশিষ দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা নুরুল আলম শাহনুর ও গীতা পাঠ করেন প্রনব চক্রবর্ত্তী।
ছাতকে ইসলামিক সোসাইটি ইউকের প্রেসিডেন্ট লন্ডনের বিশিষ্ট কমিউনিটি লিডার লোকমান আহমদের সাথে এক মতবিনিময় সভা বুধবার ৩ডিসেম্বর সিলেটের একটি মিলনায়তনে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন, ছাতক-দোয়ারাবাজার উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ছাতক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও ছাতক সিমেন্ট কোম্পানীর সিবিএ নেতা মুহাম্মদ শাহ আলম, ছাতক ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান ও জাগ্রত ছাতকবাসির আহবায়ক, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা এডভোকেট সুফি আলম সোহেল। মতবিনিময় সভায় লোকমান আহমদ ছাতকের শিক্ষা উন্নয়নে ইউকে সোসাইটির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, সুষ্ঠুভাবে তা- বাস্তবায়নের জন্য শিানুরাগীদের সহযোগিতা কামনা করেন।
ছাতকে মৌলভী গোলাম মেস্তফা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার ৬ডিসেম্বর এ উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ খায়রুল হাসান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হোসেনের সভাপতিত্বে ও ট্রাস্টের সমন্বয়ক রুহুল আমীন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ডিরেক্টর কাজি মকসুদ মিয়া, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মিছবাহুজ্জামান শিলু, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমেদ, কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, আলমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলাম, বাউভোগলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু চন্দ, দশঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী রানী দেবনাথ, বেরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া, খিদরাকাপন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুর রহমান, কাইতকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইকবাল, পীরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলী, বিলপার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা পারভীন, নোয়াগাও আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চৌকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চন্দ্র সরকার, লাকেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ কবির, ধনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত তালুকদার, লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আলী আসগর, বাদে ঝিগলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলবাহার বেগম, জালালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, শিক্ষিকা গীতা রানী দাস, রূপালী ভৌমিক, আফিয়া খাতুন, আফতারুন নাহার, অঞ্জনা বেগম, সালমা আক্তার, সায়মা আক্তার রুমী, পান্না শর্মা, প্রিয়াংকা তালুকদার, শিক্ষক খলিলুর রহমান, এএসএম নোমান, এটিএম ফজলুর রহমান, আব্দুল বাসিত প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাঈমা আক্তার ঝুমা।