ঢাকা: শিগগিরই বাতিল হচ্ছে ‘৫৭ ধারা’ বলেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন- “৫৭ ধারা বাতিলের দাবিতে দেশজুড়ে সাংবাদিকদের চলমান আন্দোলন আমলে নিয়েছে সরকার। ইতিমধ্যে এ ধারাটি বাতিলের কার্যকর পদক্ষেপও গ্রহন করা হয়েছে, শিগগিরই ধারাটি বাতিল করা হবে।”
শনিবার ২২ জুলাই দুপুরে লালমনিরহাটের জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’ আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। খবর প্রকাশ করেছে নিজউবাংলাদেশ.কম।
উপদেষ্টার উদৃতি দিয়ে নিউজপোর্টালটি লিখেছে, “মফস্বলের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনা না হলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।” ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার’ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য রাখেন।