মৌলভীবাজারের কমলগঞ্জে এক শিশুর গলা ও হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত (৬ ফেব্রুয়ারি ) সকালে শমসেরনগর এর ক্যামেলিয়া চা বাগানের পাশের চা বাগান, ১১ নাম্বার শেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুর্নীমা রেলী শমসেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুজতে ঘর থেকে বের হয় পুর্নীমা। সন্ধ্যা হয়ে এলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে অনেক খোজাখুজি করেও পায় নি। সকাল বেলা শ্রমিকরা চা বাগানে কাজ করতে গিয়ে মেয়েটির লাশ দেখতে পায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া বলেন, মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।