1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শোক সংবাদ : মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

শোক সংবাদ : মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ২৮২ পড়া হয়েছে

মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস। ছবি: মুক্তকথা

প্রনীত রঞ্জন দেবনাথ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস(৮৪) গত সোমবার, ২৬শে আগস্ট সন্ধ্যা ৭ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় শমসেরনগর চা বাগানের শান্তপাড়া নামক কবরস্থানে রাষ্টীয় মর্যাদা শেষে সামাজিক রীতিতে তাঁকে সমাধিস্থ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস এর মরদেহ কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাসরিন চৌধুরী ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমানের উপস্থিতিতে জাতীয় পতাকা দিয়ে ঢেকে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদর্শন করে। এ ছাড়াও প্রশাসনিকভাবে মরদেহের উপর ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নির্মল দাস, শমশেরনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়া, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, চা বাগান পঞ্চায়েত সম্পাদক গোপাল কানু, অর্থ সম্পাদক লছুমন মাদ্রাজী, জাগরন যুব ফোরামের আহ্বায়ক মোহন রবিদাস প্রমুখ।

জাতীয় পতাকায় ঢেকে দেয়া হচ্ছে মুক্তিযোদ্ধা রবিদাসের মরদেহ। ছবি: মুক্তকথা মুক্তিযোদ্ধার প্রতি শেষ সম্মান প্রদর্শন। ছবি: মুক্তকথা
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT