1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রম উপদেষ্টা শাখাওয়াতের সাথে চা-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ - মুক্তকথা
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

শ্রম উপদেষ্টা শাখাওয়াতের সাথে চা-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)থেকে কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে শ্রম উপদেষ্টার সাথে
চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময়


অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানিখাত। এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। চা শ্রমিকদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ তাদের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার।

শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে বিভাগীয় শ্রম অধিদপ্তরের সভাকক্ষে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পাবে এবং চা বোর্ডের সাথে কথা বলে নিলামে চায়ের মূল্য বৃদ্ধির চেষ্টা করা হবে বলেও তিনি মন্তব্য করেছেন। জাতীয় নির্বাচন বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত বলেন, জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে।

সভায় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় শ্রমিকরা সময়মত মজুরি পাচ্ছে না। তাদের মজুরি ও রেশন ব্যবস্থা উন্নয়নে আলোচনা চলছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মোঃ ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, মৌলভীবাজার পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, শ্রম দপ্তরের উপ পরিচালক মহব্বত হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় চা শ্রমিকদের মধ্যে কথা বলেন, বিজয় হাজরা, গীতারানী কানু, পংকজ কন্দ প্রমুখ। সভায় চা শিল্প সংশ্লিষ্টরা চা শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। বিশেষ করে চা শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধি, চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। মতবিনিময় সভার আগে উপদেষ্টা শ্রম দপ্তর প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণ করেন।

 


 

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা


 

শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর  বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৃথকভাবে পৌরসভা হল রুমে দুপুর ১২টায় বিএনপি আহ্বায়ক কমিটির ও দুপুর ২ টায় মহসিন কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয়। দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সচিব আব্দুর রহিম রিপন।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ এর সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে চলতি মে মাস হতে আগামী জুন মাসের মধ্যে বিভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। পরে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আতাউর রহমান (লাল হাজী) উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT