1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলের দিনলিপি - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

শ্রীমঙ্গলের দিনলিপি

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১২০৪ পড়া হয়েছে
শ্রীমঙ্গল থেকে লিখেছেন মোঃ কাওছার ইকবাল

বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি উদ্বোধন

“কাব স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রত্যয়কে বুকে ধারণ করে শুরু হয় বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল ‘উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩’।

গতকাল বৃহস্পতিবার(২৫ মে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মনাইউল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫ দিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩ এর উদ্বোধনী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, সভাপতি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি।

 

৫ দিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরিতে উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৯২ জন কাব শিক্ষার্থী, ৩২ জন কাব শিক্ষক, প্রশিক্ষক ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও স্কাউট প্রশিক্ষক অনিতা দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্কাউটস সম্পাদক অয়ন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা সম্পাদক মোঃ ফয়জুর রহমান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ব্যবসায়ী সীমিতর সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, মনাইউল্লাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশা, জেলা সহকারী কমিশনার জহর তরফদার, উপজেলা কমিশনার কল্যান দেব।

২৯ মে তাবু জলসা আয়োজনের মাধ্যমে শেষ হবে ৫ দিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩।
  

শ্রীমঙ্গলে সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার ২৪ মে বেলা সাড়ে ১১ টায় মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল- কমলগঞ্জ এলাকার সংসদ সদস্য’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

 

শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্প ব্যয় ৭ কোটি ৩৩ লক্ষ ২৯ হাজার ৫৬৪ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ কাজ শুরু করেছে গত ১৬ মার্চ থেকে। আগামী ১৫ জুন ২০২৪ সালের মধ্যে এ কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মৎস কর্মকর্তা মোঃ ফারাজুল কবীরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
  

ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স’ সমাপ্ত

শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবদের অংশগ্রহণে ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স’ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

শ্রীমঙ্গলে “পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনষ্টিটিউশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তদের অধীনে “পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনষ্টিটিউশন (পিবিজিএসআই)” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার(২৫ মে) শ্রীমঙ্গলস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো:আব্দুস শহীদ এমপি মহোদয়।

পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস(PBGSI) স্কিমের উদ্দেশ্য, স্কিমের অধীনে বিভিন্ন পুরস্কার, অনুদান বিষয়ে অবহিতকরণ ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন সভাপতিত্বে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব বেভুল এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT