‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গলে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় আদিবাসী বিভিন্ন জনগোষ্ঠীর নারী, পুরুষ, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্যানার,ফেস্টুনসহ র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালীটি শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে এসে সমাপ্ত হয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্রাচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতা জহর তরফদার, ক্যাথলিক মিশনের পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি ডমিনিক সরকার রনি, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের উপদেষ্টা চিত্তরঞ্জন দেববর্মা, আদিবাসী নেতা সামুয়েল জোসেফ হাজং, খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারন সম্পাদক এলিসন সুঙ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত ও নৃত্য অনুষ্ঠান। |