1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সমাবেশ - মুক্তকথা
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সমাবেশ

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে মজুরি বৈষম্যের প্রতিবাদে চা শ্রমিকদের সমাবেশ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা মজুরি বৈষম্যের প্রতিবাদে সমাবেশ করেছেন।

সোমবার(১ সেপ্টেম্বর) সকালে উপজেলার খেজুরীছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে সমাবেশে অংশ নেন। এসময় তারা স্থায়ী শ্রমিকদের সমান মজুরি প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অস্থায়ী চা শ্রমিকরা অভিযোগ জানিয়ে বলেন, আমরা স্থায়ী শ্রমিকদের মতো সমান কাজ করি। অথচ স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। অনেক সময় আমাদের নিয়মিত কাজেও ডাকা হয়না। রেশনসহ অন্যান্য সুবিধা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। দৈনিক ১২০ টাকায় সংসার চালানো সম্ভব নয়। আমরা মানবেতর জীবনযাপন করছি।

শ্রমিকরা অবিলম্বে বৈষম্যে দূর করে স্থায়ী শ্রমিকদের সমান মজুরি ও সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT