আমেরিকায় বসবাসরত শ্রীমঙ্গল বাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাড়ে ৬ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের হোটেল ইছাকী এমোস এর নীচতলায় সংগঠনের স্থানীয় প্রতিনিধিদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন এর সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমেদ চৌধুরী, দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুর রউফ তালুকদার, সংগঠনের উপদেষ্ঠা সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, সহ-সভাপতি ঝলক দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল হাই ডন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ কাওছার ইকবাল ও আমেরিকা প্রবাসী মুজিবুর রহমান রেনু। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মো: আব্দুল কাইয়ূম ও সাইফুউদ্দিন লিটন।
প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের খাদ্যা সামগ্রী সাড়ে ৬শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।