1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গল ॥ আমি আমার রুটিন দ্বায়িত্বটা পালন করছি মাত্র - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল ॥ আমি আমার রুটিন দ্বায়িত্বটা পালন করছি মাত্র

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৮৪ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে ৬ চা-কন্যার লেখাপড়ার দ্বায়িত্ব নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও

শিক্ষার্থীদেরও শর্ত দিয়ে বলেছি, লেখাপড়ায় ভালো করতে হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অধ্যয়নরত ছয় চা শ্রমিক চা শ্রমিক সন্তানের লেখাপড়ার দ্বায়িত্ব নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

ছাত্রীগন হলেন- উক্ত উপজেলার ভূড়ভূড়িয়া চা বাগানের ৬ ছয় জন শিক্ষার্থীর মধ্যে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সৃষ্টি পাল, দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি পাল, ৮ম শ্রেণীর পুর্নিমা দোষাদ, ৬ষ্ঠ শ্রেনীর তৃষা রবি দাশ, ৬ষ্ঠ শ্রেণীর কেয়া রবি দাশ ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে একাদশ শ্রেনীতে অধ্যয়নরত সৌরভি মৃধা।

ছয় শিক্ষার্থীর মধ্যে পুর্নিমা দোষাদ এর মা খুবই অসুস্থ,  স্কুল বন্ধ হলেই মাটি কাজ করে বাবার সাথে সে সাংসারিক কাজে সহায়তা করে, পাশাপাশি ছোট বোনের লেখাপড়ার দ্বায়িত্বও পালন করে যাচ্ছে। এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের পরিবারও অনেকটা মানবেতর জীবন অতিবাহিত করছে। এ অবস্থায় শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন নিজ কাঁধে তুলে নিয়েছেন এই গুরু দ্বায়িত্ব।

দ্বায়িত্ব নেয়ার ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, দ্বায়িত্ব নেয়া বলতে, আসলে আমি যখন জানতে পারলাম অর্থের অভাবে ওদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে তখনই আমি বিষয়টি আমলে নিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম বিষয়টি এমনই, তখনই আমি দ্বায়িত্ব নিলাম। এর মধ্যে দু’জন ছাত্রী ভর্তি হতেই পারেনি। আমার কথা হলো, বর্তমান সরকারের সময় এমনও একজন থাকবে না, যারা কিনা শুধুমাত্র অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমি আমার রুটিন দ্বায়িত্বটা পালন করছি মাত্র। উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানাই এই বাচ্চাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায়। শিক্ষার্থীদেরও শর্ত দিয়ে বলেছি, লেখাপড়ায় ভালো করতে হবে।

মৌলভীবাজারে এমপি আব্দুস শহীদের নিকট বিসিএস সাধারণ শিক্ষা সমিতির স্মারকলিপি প্রদান

 

 

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে আজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, মৌলভীবাজার জেলা কমিটি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির নিকট স্মারকলিপি প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ এবং মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক সুদর্শন শীল।

আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী। এছাড়াও মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT