সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল।। ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ,স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য মিছিল ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে মাথায় প্লেকার্ড বেঁধে তিনশতাধিক খামারী নিয়ে বর্ণাঢ্য মিছিল বের করে শহরের চৌমুহনা এলাকা প্রদক্ষিণ শেষে পূন:রায় উপজেলা মিলনায়তনে গিয়ে মিলিত হয়ে খামারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে খামারীদের সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, কৃষি কর্মকর্তা মোনালিসা ইয়াসমিন সুইটি, পোল্ট্রি বিজনেস এসোসিয়েশনের সভাপতি মো.হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন।
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আগামী ২৪ জানুয়ারী রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছাত্রছাত্রীদের গাভীর দুধ ফিডিং করানো হবে এবং ২৫ জানুয়ারী আশিদ্রোণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদেরকে ডিম খাওয়ানো হবে।