1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সকলের প্রিয় মানবাধিকার কর্মী কিশোরী পদ দেব শ্যামল উকীল আর নেই - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

সকলের প্রিয় মানবাধিকার কর্মী কিশোরী পদ দেব শ্যামল উকীল আর নেই

বিশেষ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৫১৭ পড়া হয়েছে

এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল(৬৪) গতকাল রবিবার(১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৩ মিনিটে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গোটা মৌলভীবাজার শহরে শোকের ছায়া নেমে আসে।

জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সুযোগ্য সভাপতি, মাসিক গৌরবানী পত্রিকার সম্পাদকসহ অনেক প্রকাশনার সম্পাদনায় অগ্রজ হিসেবে দ্বায়িত্ব পালন করেন। বিশিষ্ট কবি, লেখক প্রতিথযশা সিনিয়র আইনজীবী হিসেবে ছিলো প্রচন্ড সুখ্যাতি। চ্যানেল এস ইউকে,র সিনিয়র প্রডিউসার ছিলেন। ২০০৮ সালে ঐতিহ্যবাহী মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর নির্বাচিত সাধারণ সম্পাদক হয়ে তিন বছর লাইব্রেরীর উন্নয়নে ভূমিকা রাখেন। ছাত্র ইউনিয়নের রাজনীতির সংগে জড়িত ছিলেন। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি শিক্ষার্থীদের পাঠদান করাতেন।

 


নিচে চিরনিদ্রায় শায়িত কিশোরীপদ দেব শ্যামল উকিল। পাশে দাঁড়িয়ে ডান থেকে পৌর মেয়র ফজলুর রহমান, তদীয় ছোট ভাই মৌলবীবাজার জেলা আদালতের পিপি রাধাপদ দেব সজল উকীল, মৌলবীবাজার উকীল বারের সভাপতি রমাপদ দেব উকীল, সাধারণ সম্পাদক বদরুল হোসেন উকীল(বুকে চশমা রাখা), সাংবাদিক রিপন কান্তি ধর ও সর্ববায়ে শিক্ষক চন্দন কুমার দে।

 

তিনি মুক্তিযুদ্ধকালিন সময়ে এক ভাইকে হারিয়েছেন। জীবনভর সংগ্রাম করেছেন সততার সাথে। মানবিক হৃদয়ের অধিকারী প্রয়াত কিশোরী পদ দেব শ্যামল জেলার প্রত্যন্ত এলাকার অসহায় দারিদ্র মানুষের কল্যাণে নীরবে নিভৃত্তে কাজ করে গেছেন আমৃত্যু। নিপীড়িত বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়াতেন নির্বিচারে। এর গন্ডি বা এলাকা যেমন ছিলনা, তেমনি ছিলনা কোন জাতপাত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি সিনিয়র সাংবাদিক এডভোকেট রাধা পদ দেব সজল উনার ছোটভাই।

তাঁর শেষ কৃত্যানুষ্ঠান মৌলভীবাজার সৈয়ারপুরস্থ স্থানীয় শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT