1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সঙ্গীত শিল্পী জর্জ মাইকেল আর নেই! - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

সঙ্গীত শিল্পী জর্জ মাইকেল আর নেই!

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১০২৭ পড়া হয়েছে

লন্ডন: সোমবার, ১০ই পৌষ ১৪২৩।।  বিশ্বখ্যাত জনপ্রিয় পপ শিল্পী বৃটেনের জর্জ মাইকেল আজ পরলোক গমন করেন। তিনি মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যুমুখে পতিত হলেন। তার ব্যবসার ব্যবস্থাপক মাইকেল লিপমেন জানিয়েছেন তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। বড়দিনের এই শুভ সময়ে তার মৃত্যু তার অন্তরাত্মার শুদ্ধতার পরিচয় বহন করে। যদিও শিল্পীকে তার জীবনের মূল্যবান সময় কাটাতে হয়েছে পুলিশ আর টেবলয়েড পত্রিকার দৌড়ঝাপের মধ্য দিয়ে।

ইংলিশ সঙ্গীত বিশ্বে সারা জাগানো এই শিল্পী কারো কাছে ছিলেন আদরের মাইকেল আবার কারো কারো কাছে ছিলেন বন্ধু জর্জ। সঙ্গীত শিল্পের জগতে তার আধিপত্য একক শিল্পী হিসেবে ঈর্ষনীয় তুঙ্গে ছিল।

একক ইংলিশ সংগীতের বিশ্বে তার গান “Careless Whisper”, “Faith”, “Outside and Freedom! 90” সফলতার তুঙ্গে উঠেছিল এবং এখনও আছে। “Wham” নামে তার একটি ব্যান্ড আছে।

চার দশকের শিল্পী জীবনে মাইকেলের ১০০ মিলিয়নের অধিক এলবাম বিক্রি হয়েছে। তার সর্বশেষ এলবাম “সিমফোনিকা” ২০১৪ সালে বাজারে এসেছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT