1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ॥ শিক্ষিকা রোজিনা বেগম খুনের দুই মাস - মুক্তকথা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ॥ শিক্ষিকা রোজিনা বেগম খুনের দুই মাস

কমলগঞ্জ, মৌলভীবাজার সংবাদদাতা॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৭ পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় একজন ব্যবসায়ীর মৃত্যু


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরগর-ব্রাহ্মণবাজার সড়কে দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক(৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশিক কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন ও কুমিল্লা রেস্টুরেন্টের মালিক। সে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোওয়াগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি পিক আপে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। তিনি চালকের পাশে বসা ছিলেন। মাঝপথে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক মিয়া আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ জেলা ম্যাজিস্ট্র্যাট এর অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রোববার বিকাল ৬টায় ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী আশিকুর রহমান আশিক এর মৃত্যুতে এলাকায় সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 


 

কমলগঞ্জে শিক্ষিকা খুনের দুই মাস

এখনো প্রধান আসামী অধরা,

পালিয়ে থেকে মিথ্যাচার ছড়াচ্ছে ভিডিও বার্তায়,

পরিবার ও এলাকাবাসীর তীব্র ক্ষোভ


 

মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষক ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগমকে খুনের দুইমাস অতিবাহিত হয়েছে। তবে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি প্রধান আসামী রেজাউল আহমদ সাগরকে। উপরন্ত পালিয়ে থেকে ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়াচ্ছে। প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার, এলাকাবাসী ও শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করছেন। অবশ্য পুলিশ বলছে প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের স্কুল শিক্ষিক ও সিলেট আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী রোজিনা বেগম খুনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই। মামলার প্রধান আসামী একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমদ সাগর। এ ঘটনায় গ্রামবাসীর সহায়তায় পুলিশ পাঁচ আসামীকে গ্রেফতার করে। তবে ঘটনার দুইমাস পেরিয়ে গেলেও প্রধান আসামী সাগরকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করছেন নিহতের পরিবার সদস্য, এলাকাবাসী ও শিক্ষকরা।

 

মামলার বাদী নিহতের বড় ভাই শাহজাহান আহমদ বলেন, ঘটনার দিন পুলিশ তিনজনকে গ্রেফতার করে। দু’দিন পর গ্রামবাসীর সহায়তায় আরো এক আসামীকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগে ময়মনসিংহ থেকে আরো এক আসামীকে গ্রেফতার করা হয়। ঘটনার দুইমাস সময় পেরিয়ে গেলেও বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও প্রধান আসামীকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। অথচ সাগর ভিডিও বার্তায় তার বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যাচার চালাচ্ছে। তার হুমকি ধামকির বিষয়ে হত্যা ঘটনার পূর্বেও থানায় জিডি রয়েছে।

স্থানীয় বাসিন্দা নাজমিন আক্তার, ফজিরুন বেগম, তাসলিমা আক্তার ও শিক্ষক মোসাহিদ আহমদ বলেন, একমাসেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় আমরা হতাশ। ইতিপূর্বে আমরা মানববন্ধন করেছি। পুলিশ আমাদের আশ্বস্থ করেছিল দ্রুত আসামী গ্রেফতার করা হবে। তবে আজ পর্যন্ত মূল আসামীকে গ্রেফতার করা হয়নি, এটি খুবই দু:খজনক।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, এই মামলার প্রধান আসামী রেজাউল আহমদ সাগরকে গ্রেফতারে আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬মে সকাল ১০টায় ভাসানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। খবর পেয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল মিয়া প্রতিপক্ষকে আপত্তিকৃত জমিতে মাটি কাটায় বাঁধা দিলে দা দিয়ে কূপিয়ে জালাল আহমেদকে গুরুতর জখম করে। জালাল আহমদকে রক্ষায় হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম দৌঁড়ে সেখানে গেলে সাগর ও অন্যরা দা ও বল্লম দিয়ে সবাইকে এলোপাতাড়ি কূপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনার ১০ বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT