1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সড়ক দুর্ঘটনায় এক জননীর হৃদয়ভাঙ্গা মৃত্যু - মুক্তকথা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় এক জননীর হৃদয়ভাঙ্গা মৃত্যু

শ্রীমঙ্গল সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ পড়া হয়েছে

অটোরিক্সা দুর্ঘটনা-
ছিটকে পড়ে গিয়ে আহত হয়ে
পড়ে মারা যান দুই সন্তানের এক জননী 


 

মৌলবীবাজার জেলা সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে মারা গেলেন দু’সন্তানের এক জননী। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিএনজি অটোরিকশার সাথে পিক-আপ ভ্যানের সংঘর্ষে রোজিনা বেগম(৩৫) নামে ওই নারী(দুই সন্তানের জননী) মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সিএনজি চালিত অটো রিকশায় ওই মায়ের সাথে কলেজ পড়ুয়া ১ মেয়ে ও আট বছর বয়সি ছেলেসহ দুটি সন্তানও ছিল। তবে দৈবক্রমে তারা অক্ষত রয়েছে। নিহত রোজিনার স্বামী শ্রীমঙ্গল সিন্দুর খান রোড, খাসগাঁও এর বাসিন্দা সিদ্দিক মিয়া।

নিহতের ছোট ভাই হান্নান মিয়া জানান, আমার বোন তার স্বামীর বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়ী কালাপুর শাওন ছড়ায় সিএনজি যোগে আসার পথে শহরের মৌলভীবাজার রোডস্থ ৪ নং পুল সংলগ্ন এলাকায় সিএনজির চাকা ফেটে গিয়ে আরেকটি পিকআপের সাথে ধাক্কা খায়। এতে বোন রোজিনা বেগম ছিটকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এ অবস্থায় তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনকারী পুলিশের এসআই সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত নারীর স্বজনেরা ময়না তদন্ত ছাড়া মৃতদেহ দাফনের জন্য চেষ্টা করতেছে। তবে মৃতদেহ এখনো মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT