1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সন্ত্রাসী কর্মকান্ডে নয়া মোর, মসজিদে বোমা রয়েছে বলে ভূঁয়া ফোন কল - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

সন্ত্রাসী কর্মকান্ডে নয়া মোর, মসজিদে বোমা রয়েছে বলে ভূঁয়া ফোন কল

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ১১৬৭ পড়া হয়েছে

লন্ডন: এ কিসের আলামৎ! আগের দিন সন্ধ্যা প্রার্থনার পর নামাজিদের উপর গাড়ী তুলে দিয়ে একজনকে হত্যা ও ১০জনেরও বেশী মানুষকে জখম করা হল। আজ সোমবার বেলা অনুমান তিনটার দিকে ‘পূর্ব লন্ডন মসজিদ’ নামে খ্যাত হুয়াইট চ্যাপেল মসজিদে বোমা রয়েছে বলে ফোনে জানানো হয়। মসজিদের টুইটারে বলা হয়েছে কে বা কারা টেলিফোনে মসজিদে বোমা আছে বলে জানিয়েছে। টেলিফোন পাওয়ার পর মসজিদের লোকজন পুলিশকে জানায়। পুলিশ অবশ্য সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে মসজিদ থেকে সব লোকজনকে সরিয়ে নেয়। পুলিশ ও মসজিদ কর্তৃপক্ষের লোকজন এখনও তন্ন তন্ন করে খুঁজছে মসজিদের কোথায়ও আসলেই কোন বোমা রাখা আছে কি-না! পুলিশ বলেছে এটি ভূয়া ফোন কল! মসজিদের সাথে ঘনিষ্ট যোগাযোগ রাখেন এমন লোকজনও মনে করছেন এটি একটি ভূয়া টেলিফোনকল। কেবলমাত্র তারাবী নামাজকে বন্ধ রাখার লক্ষ্যে কোন অসৎ মানুষ এমন ফোন করেছে। ফিন্সবারি পার্ক ঘটনার ১৫ ঘন্টা পর ‘পূর্বলন্ডন মসজিদ’এ ঘটনার খবর পাওয়া গেল। 
এতে করে লন্ডনের মুসলমান ধর্মাবলম্বীরা অত্যন্ত স্বাভাবিক কারনেই সন্ত্রস্ত আছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT