1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত যজ্ঞ - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত যজ্ঞ

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৮২ পড়া হয়েছে

কমলগঞ্জের আলীনগর চা বাগানে সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত যজ্ঞ সম্পন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান শিব মন্দির প্রাঙ্গণে ভজন সাধনার উৎকৃষ্ট দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দামোদরব্রত উদযাপন উপলক্ষ্যে “শ্রী শ্রী গীতা সংঘ” এর আয়োজনে ৮ম বার্ষিক শ্রীমদ্ভাগবত রসসূধা সিঞ্চন মহাযজ্ঞ গত বৃহস্পতিবার রাত ১২টায় সম্পন্ন হয়েছে।

গত ১০ নভেম্বর সন্ধ্যা ৭ঘটিকায় শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন “শ্রী শ্রী গীতা সংঘ”এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রীযুক্ত সুনীল কুমার বৈদ্য। প্রতিদিন ভাগবতীয় কথা কীর্তন পরিবেশন করেন শ্রীল ভক্তকিঙ্কর দামোদর মহারাজ, অধ্যক্ষ, গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়, পোষাইনগর, কুলাউড়া।

সমাপনী দিন বৃহস্পতিবার রাতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন শিক্ষক উত্তম লোহার। সবশেষে মণিপুরি রাসনৃত্য, চা বাগানের ঐতিহ্যবাহী কাঠিনৃত্য, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। আলীনগর চা বাগান শ্রী শ্রী গীতা সংঘের পরিচালক সুমন কৈরী স্রোত জানান, প্রতিদিন মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার গৌরভক্তের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে উঠেছিল। সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

কমলগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক্লাস পাঠ ২০২৩’

বিশেষ সংবাদদাতা

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত ‘ক্লাস পাঠ ২০২৩’ অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের পাশাপাশি একে অন্যের সাথে আবেগের সাথে ভাব বিনিময় করতে দেখা গেছে।

 

 

গতকাল এ উপলক্ষে আয়োজিত ‘ক্লাস পাঠ ২০২৩’ অনুষ্ঠানে এস. সি. সদস্য (মাধ্যমিক শিক্ষক) রুমা দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লেখক ও গবেষক সিরাজুল ইসলাম। এলাকার শিক্ষানুরাগী সমাজসেবক আব্দুর রশীদ মাখন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দেব, পিআইএ’র সভাপতি শাহানা আক্তার, শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ ও কাজী আব্দুল মুমিন।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে সন্দীপ মালাকার, সৃষ্টি বৈদ্য। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক জয়া মনি দেবী, হেপী রানী দেবনাথ, রেবা রানী দেব, সেবিতা রানী দেবী প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT