“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’, এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা। “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে ৯ ডিসেম্বর(মঙ্গলবার) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক, শ্রীমঙ্গল উপজেলা কমিটির আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন ও দুর্নীতি বিরোধী মানববন্ধন।
পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, দুদকের পতাকা উত্তোলন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ তালুকদার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টর সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিক।
কর্মসূচির ২য় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মহিবুল্লাহ অাকন। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রকের সদস্য অয়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট মোঃ আলাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা জামাতে ইসলাম শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি কাজী আসমা। স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান।