সরকারি জমি দখল করে দোকানপাঠ; ঝিলের পানি প্রবাহের নালার মুখ বন্ধ |
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা বিদ্যালয় এর বিপরীতে সরকারি রাস্তার জমি দখল করে দোকানপাঠ করা হয়েছে। নালার মুখে ময়লা আবর্জনার স্তুপ জমে বন্ধ করায় ঝিলের পানি প্রবাহের বিঘœ ঘটছে। বর্ষায় জলাবদ্ধতা হয়ে আবাসিক এলাকায় পানি উঠার আশংকা করছেন স্থানীয়রা। শমশেরনগর বাজারের ভানুগাছ রোডে হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের বিপরীতে রাস্তার সরকারি জমি দখল করে প্রায় ১৫/২০ বছর ধরে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি দোকান। ফলে সাধারণ পথচারী চলাচলের রাস্তা বন্ধ সহ পানি প্রবাহে বিঘœ সৃষ্টি করছে। আলাপকালে স্থানীয় এলাকাবাসী জানান, কালিবাড়ি মার্কেটের বিপরীতে চা বাগান ঝিলের সীমানা প্রাচীরের বাহিরে গত ১০/১৫ বছর আগে কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তার সরকারি জমি দখল করে সেখানে দোকান স্থাপন করে। পরে এসব দোকান সিকিউরিটির টাকা নিয়ে ভাড়া দিয়েছেন। এভাবে পর্যায়ক্রমে রাস্তার সরকারি জমিতে একটি ভলকেনাইজিং, ২টি রেস্তোরাঁ, ২টি স্টেশনারী দোকান, সাইকেল মেকারের দোকান, সিএনজি অটোরিকশা চালক সমিতি, মাইক্রোবাস (লাইটেস) চালক সমিতি ও ট্রাক, পিকআপ চালক সমিতির অফিস স্থাপন করা হয়। এ পথে সরকারী অনেক কর্মকর্তা ও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তারা যাতায়াত করলেও এসব স্থাপনা উচ্ছেদে কোন পদক্ষেপ নেন না। অপরদিকে দখলকৃত জমির পিছনে শমশেরনগর কাঁচা বাজারের ময়লা আবর্জনা ফেলে চা বাগানের ঝিলের পানি প্রবাহের নালার মুখ বন্ধ হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ময়লা আবর্জনা ফেলা হয়। ময়লা আবর্জনায় নালার মুখ বন্ধ হওয়ায় মাছ বাজারসহ বাসা বাড়ির ময়লা কালো পানি রাস্তার উপরে চলে আসছে। ফলে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচলে এ এলাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। শমশেরনগর-কমলগঞ্জ সড়কের আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল ও হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী চা বাগানের ঝিল। প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে এ ঝিলের পানি প্রবাহের দেয়ালের বাহিরের ও ভিতরের নালার মুখ বন্ধ হয়ে গেছে। টানা কয়েক মাস খরা ও অনাবৃষ্টি থাকায় ঝিল শুকিয়ে যায়। তবে দেয়ালের বাহিরের অংশ দিয়ে মাছ বাজারসহ আবাসিক এলাকার বাসা বাড়ির ময়লা পানি প্রবাহিত হয়। নালার মুখ বন্ধ থাকায় বাজারের নালার কালো ময়লা পানি এখন রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এ অবস্থায় এ পথে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লী ও সাধারণ মানুষজন ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন। অনেক সময় এ পথে চলাচলকারী দ্রুতগামী যানবাহনের চাকায় ময়লা পানি মানুষজনের গায়ে ছিটকে পড়ে। শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন, বাজারের ময়লা আবর্জনা ফেলে ঝিলের পানি প্রবাহের নালার মুখ বন্ধ করা হয়। চা বাগানের বিভিন্ন টিলার বৃষ্টির পানি নেমে এ নালা দিয়ে প্রবাহিত হয়। এখন নালার মুখ না খুলে দিলে ঝিলের জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চা প্লান্টেশন এলাকায় পানি প্রবেশ করবে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এ সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই-একদিনের দিনের ভিতরে এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দীর্ঘ ১৫ বছর পর প্রবাস থেকে ফিরে এলেন ছাত্রদল নেতা আতিকুর দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ এলাকায় ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফুলের মালা হাতে সিলেট এম, এ, জি, ওসমানী বিমানবন্দরে ভিড় জমান।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার দিকে কমলগঞ্জের ভানুগাছ বাজারে পৌছান শেখ মো. আতিকুর রহমান। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেখ মোঃ আতিকুর রহমান। দীর্ঘদিন পর দেশে ফিরে আবেগ আপ্লুত হয়ে পড়েন শেখ মো. আতিকুর রহমান। তিনি ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ও উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যিনি বিদেশে থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতাবিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই এই বিপ্লব সফল হয়েছে। দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী স্বৈরাচার সরকার আমার, আমার পরিবার, আত্বীয়স্বজন, বন্ধু মহল ও দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। অনেকের দেশে আসা বন্ধ করে দেন। যতদিন না আওয়ামী স্বৈরাচারদের বিচার হবে, ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান নিজ এলাকায় আসার পর এক সংবর্ধনার আয়োজন করেন স্থানীয় নেকাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সাবেক সহ সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য শেখ এম, শামীম আহমেদ, কমলগঞ্জ পৌর বিএনপির সদস্য কাজী হারুন, কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. হাবিবুর রহমান নোমান, পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমান খালেদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্বাস মাহমুদ চৌধুরী দিনার, জেলা ছাত্রদলের সহ সভাপতি অজানা আহমেদ কামরাম, উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন, মুন্সিবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মুহিন আহমেদ, কমলগঞ্জ সদর ইউনিনের ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ফাহিম আহমেদ, পৌর যুবদলের সদস্য আলম হোসেন প্রমুখ। |