মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ
মৌলভীবাজারে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রোববার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় এ বিক্ষোভ মিছিল।
বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, একটি স্বাধীন দেশে হিন্দুদের বাড়িঘরের উপর হামলা, ভাঙচুর করার অধিকার কারো নেই। এদেশের সনাতনী সমাজ পূর্ণরূপে স্বাধীনভাবে বাঁচতে চায়।
মৌলভীবাজার শহরে যানজট নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন। সোমবার দুপুরে চৌমুহনী পয়েন্টে স্কাউট নেতৃবৃন্দের হাতে খাবার তোলে দেয়া হয়।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম কিবরীয়া, বাবুল উদ্দিন খান, শক্তিপদ পাল, তন্ময় দে চৌধুরী, তপন কান্তি ধর, ইকবাল আহমদ চৌধুরী, মোক্তাদির হোসাইন, মাহবুবুর রহমান রাহেল ও হোসাইন আহমদ। স্কাউট এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।