লন্ডন: বৃহস্পতিবার, ২৬শে মাঘ ১৪২৩।। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান (রেব)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সে কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাগর রনি আমার নির্বাচনী এলাকায় থাকতেন। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। হত্যা মামলাটি তদন্ত করছে রেপিড একশন ব্যটেলিয়ন। তবে এ মামলার তদন্তে এখন পর্যন্ত কতটুক অগ্রগতি হয়েছে তা জানা হয়নি। যে কোনো মুহূর্তে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ভালো খবর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আসাদুজ্জামান খান আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দারা কাজ করছে, আদালত থেকে মামলার তদন্তের ভার রেবকে দেওয়া হয়েছে। তারা কাজ করছেন। আমি আশাবাদী রেব সঠিক রহস্য উদঘাটন করতে পারবে। বৈধ অস্ত্র অবৈধ ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের বিষয়ে পুলিশ তদন্ত করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।(ভিনিউজবিডি অবলম্বনে)