1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার করেছে বনবিভাগ - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার করেছে বনবিভাগ

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১১০৩ পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জের সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার করছে বন বিভাগ। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামে বসবাসরত মো. শাহিন সাপুড়ের কাছ থেকে এ গুলো উদ্ধার করা হয়।

জানা যায়, কমলগঞ্জের শাহিন সাপুড় গত শুক্রবার উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের একটি বাসা থেকে ২টি দাঁড়াস সাপ ও গতকাল শনিবার টিলাগাও এলাকার এক বাসা থেকে ২টি দুধরাজ সাপ ধরে নিয়ে আসে। বিষয়টি গত শনিবার(৩০ জুলাই) রাতে বন বিভাগের কাছে এ খবর আসলে বন বিভাগ শাহিন সাপুড়ের সাথে যোগাযোগ করে সাপ ৪টি উদ্ধার করে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত ৪টি সাপ বিকেলে বন বিভাগের উপস্থিতিতে জানকিছড়া রেস্কিউ সেন্টারে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে লাউয়াছড়া রেঞ্জবন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহিন সাপুরের কাছে ৪টি সাপ আছে,পরে দায়িত্বরত বন কর্মকর্তাদের নির্দেশ দেই সাপগুলো উদ্ধার করে নিয়ে আসতে পরে তারা নিয়ে আসে,তারপর তাদের মাধ্যমে জানতে পারি সাপগুলো সুস্থ আছে,পরে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT