সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১ টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ করে জেলার বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। এসময় পথচারী সাধারণ মানুষকেও তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। পরে শিক্ষার্থীরা নিজেরাই দুই পাশে আটকা পরা যানবাহনগুলো চলাচলের সুযোগ করে দেয়।
উল্লেখ প্রয়োজন যে, সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর আক্রমণে দ্রুত বিচার আইনের মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জামিন দেননি আদালত। গত সোমবার ২৩ সেপ্টেম্বর’২৪ইং সকাল সাড়ে ১০টায় দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তাঁর জামিন দেননি।
এদিকে জামিন শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এমএ মান্নানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ ছাড়াও আদালত প্রাঙ্গণের বাহিরে জেলা যুবদল তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে।
৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আক্রমণ ও সংঘর্ষের ঘটনায় আহত জহুর আলীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নামে সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতে দ্রুত বিচার মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দেখান হয়। পরের দিন শুক্রবার সকালে আদালতে নেওয়া হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।