1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাম্রাজ্যবাদের নব্য হাতিয়ার আইএসআইএস না-কি বাংলার দিকে নজর দিয়েছে - মুক্তকথা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

সাম্রাজ্যবাদের নব্য হাতিয়ার আইএসআইএস না-কি বাংলার দিকে নজর দিয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ২৬১ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস না-কি বাংলা ভাষায় একটি দেয়াল লিখন প্রচার করেছে! শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় আইএস নেয়ার পরই এমন প্রচার শুরু হয়েছে। জানা গেছে, এবার আইএস বাংলা ভাষায় দেয়াল লিখন প্রকাশ করেছে। বাংলা ভাষায় লেখা পোস্টারের বক্তব্য হলো এ রকম- “শীঘ্রই আসছে, ইনশাল্লাহ।” আর আইএস ঘনিষ্ঠ বলে জানাজানি আছে, ‘টেলিগ্রাম’ নামের এমন একটি মেসেজিং এপ দেয়াল লিখনটি প্রকাশ করেছে। আর ঘটনা ভারত ‌ও বাংলাদেশের গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ভারতীয় পত্রিকা আনন্দবাজারের ভাষায়- “গোয়েন্দাদের প্রাথমিক ভাবে সন্দেহ হয়েছিল— পশ্চিমবঙ্গ, ত্রিপুরা-সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বাঙালিপ্রধান রাজ্যগুলিতে অথবা বাংলাদেশে বড় রকমের হামলার কোনও ছক কষছে আইএস জঙ্গিরা। যদিও সব দিক খতিয়ে দেখার পরে, আপাতত তাঁদের ধারণা হয়েছে, বাংলাদেশের কথা মাথায় রেখেই এই পোস্টার প্রকাশ করা হয়েছে। গোয়েন্দারা জানাচ্ছেন, গত বৃহস্পতিবার ওই পোস্টার প্রকাশ করা হয়েছে আইএস ঘনিষ্ঠ ‘আল মুরসালাত’ নামের এক গোষ্ঠীর তরফে। তাতে মুরসালাতের লোগোও বসানো রয়েছে। স্থানীয় জঙ্গি সংগঠন ‘তাওহিদ জামাত’-এর মাধ্যমে আইএস সম্প্রতি শ্রীলঙ্কায় বড় রকমের বিস্ফোরণের ঘটনা ঘটানোয় এই পোস্টার যথেষ্টই উদ্বেগে রেখেছে গোয়েন্দাদের।”
ভারতীয় গোয়েন্দা বিভাগের ধারণা আইএস জঙ্গিদের সাংগঠনিক লক্ষ্যে বড় জায়গায় রয়েছে না-কি বাংলাদেশ। আর আনন্দবাজার‌ও গোয়েন্দাদের সুরে সুর মিলিয়েছে। তারা‌ও তাই মনে করছেন। আর তাই আনন্দবাজার লিখেছে ‌ওই দেয়াল লিখন না-কি তারই ইঙ্গিত! কে জানে, হলে‌ও হতে পারে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT