গণহত্যার বিচার ও দৃশ্যমান রায় না হলে
নির্বাচনের সময়সীমা দেওয়া জনগণের সাথে প্রতারণা
-সারজিস আলম
গণহত্যার বিচার এবং দৃশ্যমান রায় না হলে যাই বলেন না কেন এই নির্বাচনের সময়সীমা দেওয়া জনগণের সাথে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট হলে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সকল সদস্যদের নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে আমাদের কোন বিরুধ নেই। আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশা তুলে ধরেছি। আমরা বলেছি জুলাই সনদ যদি না হয়, জুলাই সনদের আইনগত শক্ত ভিত্তির উপরে নির্বাচন না হয় এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি সেগুলো সাসটেইনেবল হওয়ার জন্য নির্বাচন এবং একই সাথে গণপরিষদ নির্বাচন হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ, জেলা আহবায়ক ফাহাদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় সরকার অধ্যাদেশ বাতিল করে
বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান সহ বিভিন্ন দাবিতে কর্মজীবী
সংগ্রাম পরিষদের সমাবেশ
২৭ সেপ্টেম্বর’২৫ শনিবার দুপুর ১২টায় মৌলভীবাজার চৌমুহনা পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়।
![]() |
ব্যবসায়ীদের সুবিধা দিতে ও ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহন চালকদের সিন্ডিকেটের হাতে জিম্মি করতে স্থানীয় সরকার(সিটি কর্পোরেশন) আইন এর অধ্যাদেশ নং ৪৫/২০২৫ অবিলম্বে বাতিল করা। একটি অভিন্ন ও সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ -এর অধীনে ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, প্রশিক্ষণ প্রদান করা সহ সংগ্রাম পরিষদ ঘোষিত ৮ দফা দাবি আদায়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা সভাপতি মো. জমসেদ ভূইয়া এবং সঞ্চালনা করেন জেলা সংগঠক রাজিব সূত্রধর।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান সংগঠক অ্যাডভোকেট আবুল হাসান, সদর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক সেতু কর, অর্থ সম্পাদক শেখ লিংকন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
শ্রীমঙ্গলে এই প্রথম তাক্বওয়া হাইড্রোলিক্স কার ওয়াশ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় হবিগঞ্জ সড়কে দ্বারিকাপাল মহিলা কলেজের সম্মুখে মিলাদ মাহফিলের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী(রহ:) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তামজিদ আহমেদ সিদ্দিকী, মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ ক্বারী মাওলানা মোঃ সাইফুল রহমান মোল্লাপুরী (খতিব আমানতপুর জামে মসজিদ), মাওলানা মোঃ সাইফুল ইসলাম সাহেব ও ক্বারী মোঃ মুহিবুর রহমান।
![]() |
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক রাফি আহমেদ চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সাধারণ সম্পাদক মোঁঃ আব্দুর রউফ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলা, সদস্য শামসুল ইসলাম শামিম, গোলাম কিবরিয়া জুয়েল, সাংবাদিক নান্টু রায় ও সুমন আহমদে। উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব টিটু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু।
এ প্রতিষ্ঠানের যৌথ অংশীদার মোঃঁ আব্দুল মুকিত ও সবুজ আহমেদ বলেন, মূলত দ্রুততম সময়ে কম খরচে আধুনিক সেবা প্রদানের জন্য তারা তাক্বওয়া হাইড্রোলিক্স কার ওয়াশ সেন্টার পরিচালনার উদ্যোগ নিয়েছেন। আজ থেকে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে ঠিকই, তবে প্রতিষ্ঠানটির সাফল্য পেতে তারা সকলের সহযোগিতা কামনা করেন।