সার, ডিজেল, কেরোসিনসহ জ্বালানিতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় মৌলভীবাজারের চৌমোহনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহর লাল দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এড. মকবুল হোসেন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাশ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন কান্তি দাশ।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বিশ্ববাজারের দোহাই দিয়ে ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানিতেলের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক বলে অভিহিত করেন। তারা সরকারের ভুলনীতি এবং লুটপাট বন্ধ করে সার, ডিজেলের দাম কমিয়ে দেশের কৃষকদের রক্ষা জরুরি বলে বক্তব্য তুলে ধরেন।