1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সিলেটের মহাসমাবেশ থেকে সরকারকে আল্টিমেটাম দেয়া হবে - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

সিলেটের মহাসমাবেশ থেকে সরকারকে আল্টিমেটাম দেয়া হবে

রাজন আহমদ, মৌলভীবাজার॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩০২ পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বলেন, বাজার ব্যবস্থা এখন ঝুঁকির মুখে, আগামিতে আরো বেশী ভয়াবহ পরিস্থিতি হবে, তাই দেশের মানুষকে বাঁচাতে হলে যুবদলের কর্মীদের রাজপথে নামতে হবে।

১৯ নভেম্বর সিলেটের মহাসমাবেশ থেকে এ সরকারকে আল্টিমেটাম দেয়া হবে।

তিনি ২ নভেম্বর বুধবার বিকেলে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা যুবদল আয়োজিত যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেছেন।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মুহিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রোজিনা নাসের, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহুর রহমান, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জি এম মুক্তাদির রাজু, যুব দল নেতা জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।

এম. নাসের রহমান তাঁর বক্তব্যে বলেন, এ সরকার ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী সরকারের মূল লক্ষ্য থাকে জনগণকে দমন-পীড়নের মাধ্যমে সরকারকে টিকিয়ে রাখা। পুলিশ নিরেপক্ষ হলে আওয়ামীলীগের লোকজনকে রাস্তায় খুঁজেও পাওয়া যাবে না।
মিজানুর রহমান মিজান বলেন, সরকারি দলের নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশে অর্থনৈতিক মন্দা তৈরি করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি না আসায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT