1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সীমান্তে সকল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত শুরু হলেও চাতলাপুর এখনও বন্ধ! - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

সীমান্তে সকল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত শুরু হলেও চাতলাপুর এখনও বন্ধ!

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৩২ পড়া হয়েছে

মৌলভীবাজারের চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে ভিসা নিয়ে আসা যাওয়া করতে পারছেন না দু’দেশের যাত্রীরা। শুক্রবার ১৫ এপ্রিল দুপুরে চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্রে গেলে ইমিগ্রেশন কর্মকর্তা এ পথে যাতায়াতের কোন নির্দেশনা পাননি বলে ভিসাদারী যাত্রীদের কোন অনুমতি দেননি।

জানা যায়, করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। ১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে ভিসা নিয়ে যাতায়াতের ব্যবস্থা পুন: চালু হলেও চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে কোন যাতায়াত করা যাচ্ছে না। ভারতীয় ভিসা নিয়েও যাত্রীরা যাতায়াত করতে পারছেন না।

চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে ভিসা নিয়ে জনৈক যাত্রী জানান, করোনার শুরুতেই সকল স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও আবার সকল কেন্দ্র দিয়ে যাতায়াতের ব্যবস্থা হয়েছে শুধু চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে যাতায়াত করা যাচ্ছেনা।

চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্রের একজন কর্মকর্তা এই প্রতিনিধিকে বলেন, এ পথে যাত্রী যাতায়াতের কোন নির্দেশনা আসেনি। ফলে ভিসাধারী উভয় দেশ থেকে আসা যাত্রীদের গ্রহন করা হচ্ছে না।

ভারতীয় একজন ইমিগ্রেশন কর্মকর্তা জানান, সকল স্থল অভিভাসন দিয়ে দুই দেশের ভিসাধারী যাত্রী যাতায়াত শুরু হয়েছে। চাতলাপুর অভিভাসন কেন্দ্র কোন যাত্রী গ্রহন করবে না বলে বহির্গমণের অনুমতি দেওয়া হচ্ছে না।

মৌলভীবাজারের পুলিশ সুপারের বিশেষ শাখার কর্মকর্তা(ওসি) আব্দুল হাই বলেন, ভারতের সাথে সকল অভিবাসন কেন্দ্র খোলা হলেও যাত্রীরা চাতলাপুর দিয়ে যেতে পারছে না কেন তিনি বিষয়টি খুঁজে দেখছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, বিষয়টি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন বিভাগের। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT