শ্রীমঙ্গলে শুভ উদ্বোধন হলো গরুর মাংসের সুলভ মূল্যের বিসমিল্লাহ গোস্তের দোকান। মূলত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন মাংসের দোকানের মালিক।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড ১০ নাম্বার গোল চত্বর এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাধারণ মানুষের কষ্ট লাগব ও দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার অংশ হিসেবে বাজারের চেয়ে কম মূল্যে ও সঠিক ওজনে গরুর মাংসের এই বিক্রয় কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলাদ মাহফিল ও ফিতা কাটার মাধ্যমে এই প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।