হোসাইন আহমদ।। মৌলভীবাজার: মঙ্গলবার, ২৭শে অগ্রহায়ণ ১৪২৩।। যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি ‘নাটাব’ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় মৌলভীবাজারস্থ ওয়েষ্টর্ণ রেষ্টুরেন্টে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘নাটাব’এর জেলা শাখার সভাপতি রেজা আহমদ বেনজির এর সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়শনের সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ শফিক উদ্দিন, ডাঃ সৈয়দ আক্তার হোসেন। এছাড়াও মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন এডঃ আব্দুল মতিন চৌধুরী, খালেদ চৌধুরী, সাংবাদিক বকশি ইকবাল আহমদ, রাশেদা বেগম, এডঃ সিরাজুল ইসলাম সিরাজী ও সালা উদ্দিন প্রমুখ।
বক্তারা মতবিনিময় সভায় যক্ষ্মা নিরোধের বিভিন্ন কৌশল ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যক্ষ্মা নিরোধে সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।