1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সেই জিতটাই কব্জা করতে পারেনি বাংলাদেশ - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

সেই জিতটাই কব্জা করতে পারেনি বাংলাদেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ২৫৯ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। অনেকের মনেই আশা বেঁধেছিল জয়ের। কিন্তু শেষমেষ ৯৪ রানে হেরে গেলো মাশরাফির দল বাংলাদেশ লর্ডসের ক্রিকেট মাঠে। খেলা ছিল পাকিস্তানের বিপক্ষে। জিতলে পাওয়ারও তেমন কিছু ছিল না শুধুমাত্র ‘শাহবাস’ বা হাততালি আর উৎসব আনন্দ পাওয়া ছাড়া। অন্যকথায় এ হার-জিতে হারাবারও কিছু ছিলনা। তারপরও খেলা তো খেলাই। হার-জিত থাকবে। হেরে যাওয়া বেদনার আর জিত আনন্দের! সেই জিতটাই কব্জা করতে পারেনি বাংলাদেশ।
ওভার শেষ হয়ে যাওয়ায় পাকিস্তান ৯ উইকেটে ৩১৫ রান করে। বেটিং এ নামে বাংলাদেশ। ৪৫ ওভারের শুরুতে ২২১রানের মাথায় সব উইকেট হারিয়ে পরাজয়ের মালা বরণ করে বাংলাদেশ। একমাত্র সাকিব আল হাসান ছাড়া কেউই উল্লেখযোগ্য কোন রান করতে পারেননি। সাকিব ৬৪রান করে আউট হয়ে যান। এর পরের উল্লেখযোগ্য রান ছিল লিটন দাসের ৩২ রান।
টসে জিতে বেটিং দিয়েই পাকিস্তান শুরু করেছিল খেলা। পাকিস্তানের পক্ষে উল্লেখযোগ্য নাম ইমাম উল হক। তিনি এক শ’ বলে ১০০রান করেন। পাকিস্তানের বাবর আজম করেছিলেন ৯৬রান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT