1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্কুল ছাত্রের সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন - মুক্তকথা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

স্কুল ছাত্রের সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৩৬৮ পড়া হয়েছে

প্রনীত রঞ্জন দেবনাথ।।  আবুল হোসেন নামের এক নবম শ্রেণির ছাত্রের সচেতনতায় অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাঁচ শতাধিক যাত্রীবাহী চট্রগ্রাম অভিমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার ৭ই মে রাত ১১টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর ইউনয়িনের ঈদগাহ টিলা গ্রাম এলাকার সিলেট-আখাউড়া রেলপথের ৩০৬/২ নং রেলপথ এলাকায় এ ঘটনাটি ঘটে।

বুধবার ৮ই মে দুপুরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়,  ঈদগাহ টিলা গ্রামের খোকন মিয়ার ছেলে আবুল হোসেন। কমলগঞ্জের কামুদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আবুল হোসেন স্থানীয় সায়েদ কবিরাজের বাড়ি থেকে ফেরার পথে রেলের পাত ভেঙ্গে ফাঁক হয়ে থাকতে দেখে গ্রামবাসীদের অবহিত করে। গ্রামবাসীরা এ খবরটি দ্রুত শমশেরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য শেখ রায়হান ফারুক এর মাধ্যমে শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ও শ্রীমঙ্গলস্থ রেলওয়ের গণপূর্ত বিভাগকে অবহিত করেন।
এ খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙ্গা রেলপাত সরিয়ে সেখানে নতুন এক টুকরো রেলপাত বসিয়ে দেন। প্রায় একঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় শমশেরনগর রেলওয়ে স্টেশনে চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাঁচ শতাধিক যাত্রীবাহী উদয়ন এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়েছিল। আর ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আটকা পড়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT