1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্মার্ট কার্ডের ভুল সংশোধনসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা - মুক্তকথা
রবিবার, ১১ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ তেলবাহী রেল লাইনচ্যুত, দায়ী চালকের অসাবধানতা বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন। শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন নারী, শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ অপূর্ব স্বাদের খাঁটী মাটি পুড়িয়ে তৈরী চাকতি, স্থানীয় ভাষার “ছিকর” বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম”

স্মার্ট কার্ডের ভুল সংশোধনসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৫১৮ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। স্মার্ট কার্ডে মৌলভীবাজার নামের ভুল সংশোধন, মৌলভীবাজার জেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মৌলভীবাজারের স্থায়ী ঠিকানা ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে চাকুরী প্রাপ্তদের নিয়োগ বাতিল, সকল নিয়োগে অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার-এর ব্যানারে একটি সংগঠন।
বৃহস্পতিবার ১৬ই আগষ্ট সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলালের যৌথ পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সনাফ-এর সহ-সভাপতি সৈয়দ আবুল কালাম আজাদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, সাংবাদিক হোসাইন আহমদ, সনাফ-এর সহ-সভাপতি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক ও একাটুনা ইউপি সদস্য সাহেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান শিমুল, সহ-সমাজকল্যাণ সম্পাদক জুয়েল আহমদ,সহ-প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, রুপান্তর ফাউন্ডেশনের সভাপতি মুজাহিদ উদ্দিন, দূর্নীতি মুক্তকরণ যুবফোরামের জেলা সভাপতি এম এ সামাদ, দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক সভাপতি তাকবীর হোসাইন, দারুল কোরআন মৌলভীবাজার এর শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা স্মার্ট কার্ডে ইংরেজীতে মৌলভীবাজার নামে বানানসহ নাম ও ঠিকানায় ভুল থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে স্মার্ট কার্ডে ব্যক্তির নাম ও ঠিকানার সকল ভুলভ্রান্তি কর্তৃপক্ষের নিজ খরচে সংশোধন করতে হবে। তাছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এজেলার বাহিরের নাগরিকরা মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা মর্মে জালিয়াতি ও ঘুষ দূর্নীতির মাধ্যমে সনদপত্র উপস্থাপন করে নিয়োগ নিয়েছেন, যা মৌলভীবাজার এর শিক্ষিত যোগ্য তরুণদের অধিকার খর্বকরা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা আগামী নিয়োগে মৌলভীবাজার জেলার স্ব-স্ব উপজেলার যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় জেলাবাসিকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT