মুক্তকথা: লন্ডন, শুক্রবার ১৬ই অগ্রহায়ণ ১৪২৩।। ট্রাম্প যখন তার প্রেসিডেন্সি দায়ীত্ব নেয়ার আয়োজনে আনন্দোল্লাসে সময় কাটাচ্ছেন ঠিক তখনই উইসকনসিন সহ কয়েকটি রাজ্যে নতুন করে ভোট গননার খবর ট্রাম্প সমর্থকদের জন্য ‘হরিষে বিষাদে’র মত হয়ে উঠাই স্বাভাবিক।
গ্রীন পার্টির হেরে যাওয়া প্রতিদ্বন্ধী ‘জিল স্টেইন’ ‘উইসকনসিন’, ’মিসিগান’ ও ‘পেন্সিলভানিয়া’ রাজ্যে পুনঃগননার এ দাবী জানিয়েছেন ঘন্টাদেড়েক আগে আজ শুক্রবার এবং এ পুনঃগননার খরচের জন্য ইতিমধ্যেই তহবিল সংগ্রহের কাজে নেমে পড়েছেন। উইসকনসিন এর নির্বাচন কমিশন বলেছেন তারা প্রস্তুতি নিচ্ছেন রাজ্যব্যাপী পুনঃগননার জন্য। আজ ‘স্কাই নিউজ’ এ খবর দিয়েছে।
যদিও নির্বাচনে
কোন রূপ কারচুপির কোন প্রমানই নেই তারপরও গ্রীন দলের প্রতিদ্বন্ধী এমএস স্টেইন তার অভিযোগ পত্রে যথেষ্ট গরমিলের অভিযোগ এনে ওই তিনটি রাজ্যে পুনঃগননার আবেদন করেছেন বলে ‘স্কাই নিউজ’ আরো জানিয়েছে। গ্রীন পার্টির একজন মুখপাত্র জর্জ মার্টিন বলেছেন, “এখানে ভয়-ভীতির কিছুই নয়, আমেরিকার জনগন চায় যেকোন অভিযোগেরই তদন্ত হোক। এতে অন্ততঃ ভোট গননা যে ঠিক মত হয়েছে তা তো প্রমাণ হবে।” তিনি আরও বলেন যে, “আমরা এ পুনঃগননার কথা বলেছি, “আমাদের পদ্ধতির বিশুদ্ধতার নিশ্চয়তা বুঝতে।”
উইসকনসিস রাজ্য কর্তৃপক্ষকে আইনগত কারণে পুনঃ ভোট গননা
করতে হবে যদি কোন প্রতিদ্বন্ধী আবেদন করেন। তবে গননার খরচ বহন করতে হবে অভিযোগকারী দল বা ব্যক্তিকে। উইসকনসিসের এ পুনঃগননায় খরচ হবে কমপক্ষে ১মিলিয়ন ডলার যা পাউন্ডে দাড়াবে ৮০০,৭৩৫। স্কাইয়ের খবরে, এ পর্যন্ত গ্রীন পার্টি ৫.২ মিলিয়ন চাঁদা তুলতে পেরেছে।
ট্রাম্প অবশ্য এই পুনঃগননাকে দুরভিসন্ধিমূলক বলেছেন।