হাদি হত্যার প্রতিবাদে কমলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার সকালে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বর থেকে মিছিলের নেতৃত্ব দেন মৌলভীবাজার-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রব। এসময় জামায়াতের উপজেলা আমীর অধ্যক্ষ মাসুক মিয়াসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হাদির মৃত্যুতে শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায নিহত ওসমান হাদীর মৃত্যুতে শ্রীমঙ্গলের সর্বস্থরের ছাত্র জনতার উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
![]() |
এতে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মানব কল্যান সংস্থার মাওলানা আব্দুর রহিম নোমানী, খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি মোজাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময়, গণ অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, জেলা যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জোনায়েদ হাসান, এনসিপির জেলা শাখার সদস্য আবু সুফিয়ান রায়হান, খেলাফত যুব মজলিস উপজেলা কমিটির সাবেক সভাপতি নাইম হাসান প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয়
সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করেন নেতাকর্মীরা।