ছাত্রদের উপর হামলাকারীরা পার পাবে না
মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, গত ৪ঠা আগস্ট মৌলভীবাজার শহরে যারা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, এ ঘটনার হামলাকারীরা যেখানেই থাকুক পার পাবে না।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন পুলিশ সুপার।
উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলার উন্নয়ন ও জনসাধারণের নির্ভয়ে চলাফেরা করার কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, কোন সমস্যা হলে আপনারা আমাকে ফোনে জানাবেন, আমি তড়িৎ সমাধান করার চেষ্টা করব। তিনি বলেন, পুলিশ জনগণকে সেবা দিতে কোন উপটৌকন নিতে পারবেনা। এরকম কিছু ঘটলে আমায় জানাবেন ব্যবস্থা নেবো।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, ডাঃ সাদিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, আজাদুর রহমান আজাদ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ আব্দুল ওয়াদুদ, মু. ইমাদ-উদ-দিন, হোসাইন আহমদ, এম এ হামিদ, আহমদ ফারুক মিল্লাত, সৈয়দ বয়তুল আলীসহ অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।