বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় ভাবে আয়োজিত ও সকল জেলার অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণে “অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা” বিষয়ক ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হল। রাজশাহী পর্ব রাজশাহী জেলা নির্বাচন কমিশন অফিসে আয়োজিত হয়। এতে বিভাগীয় নির্বাচনী কর্মকর্তার আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের রাজশাহীর প্রতিনিধি গণ অংশগ্রহণ করেন।
রাজশাহী মহানগর জাসদের পক্ষে উপস্থিত ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক জননেতা আমিরুল কবির বাবু ও দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবীর। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী নির্বাচন কমিশন অফিসের শীর্ষ কর্মকর্তা গণ এবং জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, এনপিপি, বিএনএফ, বাংলাদেশ জাসদ সহ নিবন্ধিত অন্যান্য রাজনৈতিক দলের রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।