মুক্তকথা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫জুন এক দ্বিপাক্ষিক সফরে সুইডেন যাচ্ছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। ১৫ এবং ১৬জুন দুইদিন তিনি সুইডেনে অবস্থান করবেন। প্রধান মন্ত্রীর এ সফর সুইডেনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটু উজ্জিবীত করবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।
জানা যায় ১২ কিংবা ১৩ই জুন ঢাকা থেকে রওয়ানা দিয়ে এক দিন তিনি লন্ডনে যাত্রা বিরতি করবেন। ১৭জুন তিনি ঢাকায় ফিরে যাবেন।
ওই সফরে প্রধানমন্ত্রী সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সাথে বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। তিনি বাংলাদেশের জাহাজ শিল্প ও গার্মেন্টস শিল্পের ব্যবসার সম্ভাবনা নিয়ে আলাপ করবেন বলে অনুমিত হচ্ছে।
ইতিপূর্বে শেখ হাসিনা ২০০৯ সালে একবার সুইডেন সফর করেছিলেন।