১৫ বছরের স্কুল ছাত্র ইব্রাহিম
জঙ্গি আইএস’এর সদস্য" />
লন্ডন, বুধবার ১০ই আগস্ট।। যুদ্ধসেনার বেশে সজ্জিত, হাতে একে-৪৭ রাইফেল। আইএসআইএসের আস্তানা থেকে ১৫ বছরের ব্রিটিশ স্কুলছাত্র ইব্রাহিম ইকবালের ছবি ফেসবুকে দেখে প্রমাদ গুনছেন ব্রিটিশ গোয়েন্দারা। পশ্চিমী দুনিয়া থেকে তরুণ প্রজন্মকে টানার জন্যই আইএস জঙ্গিরা এই প্রচার চালাচ্ছে বলে গোয়েন্দাদের অনুমান। ব্রিটেনের উত্তর-পূর্ব জঙ্গিদমন শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবিটি আমরা দেখেছি। পরিস্থিতির পর্যালোচনা করে দেখা হচ্ছে।’ তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
গত বছর জুনে ব্র্যাডফোর্ডের বাড়ি থেকে ছেলের নিখোঁজ হওয়ার কথা ইব্রাহিমের বাবা পুলিশকে লিখিতভাবে জানিয়েছিলেন। তাঁর পরিবারের ৃচার কিশোরও (বয়স তিন থেকে ১৫ বছর) বেপাত্তা হয়ে যায়। ইব্রাহিমের মা সুগ্রা দাউদ (৩৫) চলে যান দুই বোন জোহরা দাউদ (৩৩) এবং খাদিজা দাউদের (৩১) সঙ্গে যোগ দিতে। সন্তানদেরও তাঁদের সঙ্গে নেন। ইব্রাহিমের কাকা আহমেদ দাউদ (২৩) অনেক দিন আগেই আইএস জঙ্গিদের হয়ে কাজ করছিলেন। জানা গিয়েছে, এই পরিবারের ১০ জন সদস্য গত বছর ৯ জুন বিমানে ইস্তানবুল গিয়ে দু’টি দলে ভাগ হয়ে তুরস্ক থেকে সিরিয়ায় ঢোকে। ফেসবুকের একটি পোস্টে ইব্রাহিম ভাই জুনেদ (১৬) এবং কাকা আহমেদ সম্পর্কে লিখেছে, ‘আল্লা ওদের গ্রহণ করুন’। মৃত ব্যক্তি সম্পর্কে ইসলামের এটা একটা প্রচলিত প্রার্থনা। গোয়েন্দাদের অনুমান, কোনও অভিযানে হয়তো প্রাণ হারিয়েছে ওই দু’জন।(বর্তমান থেকে পিটিআই এর খবর সংক্ষেপিত)