1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১৭ বছর পর... - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন ধর্ষণ করতে না পারায় পূর্ণিমাকে হত্যা করা হয় ধর্ষনে ব্যর্থ হয়ে ১০ বছরের বালিকাকে হত্যা দু’টি ইট ভাটায় অভিযান। ৫০ হাজার টাকা জরিমানা পতিতা ব্যবসার অভিযোগ। অতঃপর…

১৭ বছর পর…

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা
সরফরাজ আহমেদ সরফু

যুক্তরাজ্য বিএনপি’র প্রাক্তন ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু আওয়ামী শাসনের দীর্ঘ ১৭ বছর পর অবশেষে নিজের শহর শ্রীমঙ্গলে ফিরে এসেছেন। প্রবাসে থাকার সময় তিনি দেশের জন্য, বিশেষ করে নিজের এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছেন। তাই তার আগমনে শ্রীমঙ্গলের মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে।

গতকাল বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, সরফরাজ আহমেদ সরফুর দেশে ফেরা উপলক্ষে শ্রীমঙ্গল রেল স্টেশনে এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল উপজেলা ও পৌর ছাত্রদল এই সংবর্ধনার আয়োজন করে। বিকেলে সরফু যখন শ্রীমঙ্গল শহরে এসে পৌঁছান, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। শহরের প্রবেশমুখে তাকে স্বাগত জানানোর জন্য শতাধিক মানুষ অপেক্ষা করছিল। বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ডে সরফুকে স্বাগত জানানোর বার্তায় ভরা ছিল। সরফু গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে চারদিক শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরফু বলেন, আমি আপনাদের ভালবাসায় আপ্লুত। বিদেশে থাকলেও সবসময় আমার মন পড়ে ছিল আপনাদের কাছে। আমি আপনাদের জন্য আরও অনেক কাজ করতে চাই। প্রবাসে দেশের জন্য রাজনীতি করার কথা উল্লেখ করে সরফু আরও বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন অনুকূলে ছিল না, তখন প্রবাসে দেশের হয়ে রাজনীতি করেছি। আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী সরকারের অপকর্মগুলো তুলে ধরেছি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্র নেতা জাকির হোসেন উজ্জ্বল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্টের সদস্য মুস্তাফিজুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন বিএনপি নেতা জালাল উদ্দীন আহমেদ জিপু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম জাহান, কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান তপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন, সদস্য শেখ জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সম্পাদক আকিদুর রহমান সোহান, সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ইয়াছিন আরাফাত রবিন, মোবারক হাসান লোপ্পা, সামি মাহমুদ চৌধুরী, মকবুল হোসেন রিপন, আতিকুর রহমান মারুফ, সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বসন্ত গোয়ালা, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর এম এ কালাম, সৈয়দ মোরশেদ সালেহীন নাবিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, সদস্য সচিব সোহান আহমেদ জয়নাল, কলেজ ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ, বেলাল আহমেদ, মোশাররফ হোসেন রাজ প্রমুখ নেতৃবৃন্দ এবং তারা বক্তব্য রাখেন।

মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ বলেন, সরফু ভাই আমাদের গর্ব। তিনি যা করেছেন, তা আমরা কখনও ভুলব না। সরফুর এই স্বদেশ প্রত্যাবর্তন শ্রীমঙ্গলের মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সবাই এখন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য প্রস্তুত। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT