লন্ডন: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আজ রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি ২০ দলীয় জোটের নেতৃত্বের একজন ছিলেন।
১৯৭৪ সালের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাত ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় তাকে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে দাড়াতে হয়। এ সময় ওই মামলায় তিনি কারাভোগ করেন। এর পরে জিয়াউর রহমানের সময়ে তিনি মুক্তি পান। ওই সময় তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি গঠন করেন।
শফিউল আলম প্রধানের রাজনৈতিক অনুশীলনের শুরু ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতির মধ্যদিয়ে। তিনি ছাত্রলীগের সম্পাদকও ছিলেন।