লন্ডন: সোমবার, ১০ই পৌষ ১৪২৩।। ২২০ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল পাকিস্তান। ভুল করে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। শনিবার মালির জেল থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। জেল সুপারিন্টেন্ডেন্ট হাসান সেতো বলেন, ‘অভ্যন্তরীণ মন্ত্রক এই মৎস্যজীবীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই ওদের মুক্তি দেওয়া হয়েছে।’ চলতি ভারত–পাক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও পাকিস্তান যে এই সিদ্ধান্ত নিয়ে সৌজন্যের নজির গড়ল, তা বলা বাহুল্য।