জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গত বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সরকারি প্রত্যক্ষ সহায়তায় পূর্ব ঘোষণা দিয়ে বুলডোজার, এক্সকাভেটার ক্রেন, যন্ত্রপাতি ব্যবহার করে ২দিন সময় নিয়ে বঙ্গবন্ধুর ভবনসহ সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ম্যুরাল, ভাস্কর্য, ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর, জ্বালাও, পোড়াও, লুটপাট, ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা করেছে।
জাসদের বিবৃতিতে দেশের শান্তিপ্রিয়, গণতন্ত্রকামী সাধারণ মানুষ এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রতি সোচ্চার হওয়া এবং জাতীয় ঐকমত্য গড়ে তুলতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।