মুক্তকথা সংবাদকক্ষ।। কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ হতে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের উপসহকারী কমিউনিটি অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়ন সহ ৪ দফা দাবীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (ম্যাটস) মৌলভীবাজার শাখা মানববন্ধন করেছে।
রোববার সকালে মৌলভীবাজার প্রেস ক্লাব সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মুবিনুল হক জনির সভাপতিত্বে ও শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন,মৌলভীবাজার জেলা’র ভারপ্রাপ্ত সভাপতি ডা.দুলাল চন্দ্র বনিক, ও ডা.সোহেল রানা,ডা.মিজানুর রহমান, ডা.সাইদুর রহমান,ডা.রাহাত প্রমূখ। এসময় ইন্টার্ন ডিপ্লোমা ডাক্তার ছাড়াও মৌলভীবাজার ম্যাটস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে চার দফা দাবীর মধ্যে কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ হতে পাসকৃত ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকদের মেডিকেল অফিসার পদে পদসৃষ্টি ও পদায়ন। বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ-শিক্ষার অধিকার নিশ্চিত। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র র্বোড গঠনসহ ইন্টার্ণশীপে ভাতা প্রদানের দাবী তুলেন বক্তারা।