1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৫টি জেলার ইংরেজী নামের বানান বদলে গিয়েছে - মুক্তকথা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

৫টি জেলার ইংরেজী নামের বানান বদলে গিয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ১০৭৯ পড়া হয়েছে

লণ্ডন।। বাংলা উচ্চারণের আদলে বদলে দিয়ে নতুন করে লেখা হয়েছে দেশের ৫টি জেলার নামের ইংরেজী বানান। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির(নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব(সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। ইংরেজী নামের বানান বদলে যাওয়া পাঁচটি জেলা হলো- চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বগুড়া ও যশোর।
আগে এই পাঁচ জেলার ইংরেজি বানান ছিল Chittagong, Comilla, Barisal, Bogra ও Jessore। এসব বানানের স্থলে এখন নতুন বানান লেখা হবে Chattogram(চট্টগ্রাম), Cumilla(কুমিল্লা), Barishal(বরিশাল), Bogura(বগুড়া) ও Jashore(যশোর).সূত্র: ইত্তেফাক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT