মৌলভীবাজার অফিস।। ৭ই মার্চ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার দুপুরে। পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আ’লীগ সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার’র সভাপতিত্বে ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, গিয়াস উদ্দিন, আক্তারুজ্জামানসহ অনেকেই। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।