1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৭ নভেম্বর দেশব্যাপী মহান সিপাহী জনতার অভ্যুত্থান দিবস পালন করবে জাসদ - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

৭ নভেম্বর দেশব্যাপী মহান সিপাহী জনতার অভ্যুত্থান দিবস পালন করবে জাসদ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৮৪ পড়া হয়েছে

 

বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যা, অবৈধ ক্ষমতা দখল ও সাংবিধান লংঘন, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি এবং উপনিবেশিক রাষ্ট্রকাঠামোর অবসানের লক্ষ্যে সংঘটিত ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক মহান সিপাহী জনতার অভ্যুত্থান স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, আগামী ৭ নভেম্বর ২০২০ দেশব্যাপি সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালনের কর্মসূচী ঘোষনা করেছে।
এ উপলক্ষ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যা, অবৈধ ক্ষমতা দখল ও সাংবিধান লংঘন, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি এবং উপনিবেশিক রাষ্ট্রকাঠামোর অবসানের লক্ষ্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাসদ ও শহীদ কর্ণেল তাহের বীরউত্তমের নেতৃত্বে সংঘটিত সিপাহী জনতার অভ্যুত্থান প্রচেষ্টার ঐতিহাসিক ঘটনার চেতনাকে ধারন করে জাসদ এখনও চাপিয়ে দেয়া পাকিস্তানচিন্তার রাজনীতি ও ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামোর অবসান করে সমাজতন্ত্রের লক্ষ্যে এগিয়ে যেতে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে।
এ উপলক্ষে, আসন্ন ৭ নভেম্বর ২০২০, শনিবার, জাসদ কেন্দ্রীয় কার্যকারি কমিটি সকাল ১১টায় কর্নেল তাহের মিনায়াতনে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক, মহান দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী জাসদ নেতা শহীদ কর্নেল তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা আয়োজন করেছে। দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জাসদের সকল জেলা-উপজেলা কমিটিকে কেন্দ্রীয় কর্মসুচির অনুরুপ কর্মসুচির মাধ্যমে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করার নির্দেশ দিয়েছেন। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT