নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুদি দোকানদার ও অটোরিক্সা চালক বলেন, কয়েকদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ব্লকের তৈরি কাজে ভারি ট্রাক ব্যবহার করে সড়কটি নষ্ট করা হয়েছে। এখন কে শুনবে কার কথা। মৌলভীবাজার সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন বলেন, বিষয়টি এখন আপনার মাধ্যমে জেনেছি। আমি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করছি। তারা বিষয়টি দেখছেন বলে আমাকে জানিয়েছেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, আপনার মাধ্যমে জেনে তাৎক্ষনিক সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে জবাব পেয়েছি। তারা বলছে, আর ওই সড়ক দিয়ে ভারি যানবাহন উঠানামা করাবেনা। আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান চুনু শুক্রবার বিকেলে বলেন, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠান মানুষের অগোচরে রাতের বেলা ভারি যানবাহন নিয়ে সড়কটি ভেঙ্গে ফেলেছে। পরবর্তীতে আমরা রাতে তাদের গাড়ি আটকে রাখি। তারা বলেছে, ব্লকের কাজ শেষ হলেই তারা ওই ক্ষতিগ্রস্থ সড়ক সংষ্কার করবে।
|