কাঠমুণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বিধ্বস্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশকিউ-৪০০ মডেলের একটি বিমান। দূর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার ১২ই মার্চ। বিমানটি চালক-যাত্রীসহ ৭১জন লোক নিয়ে ঢাকা থেকে নেপাল যাচ্ছিল। মর্মান্তিক এ দূর্ঘটনায় ৫০জনের মৃত্যুর খবর জানা গেছে। খবর দিয়েছে ইত্তেফাক।
কিন্তু দূর্ঘটনার কারণ কি? এ বিষয়ে ইত্তেফাক বা অন্য কোন সংবাদপত্র বা সংবাদসংস্থা কিছু লিখেনি।
বিমানটির ৬৭জন যাত্রীর মধ্যে ৩৩জন বাংলাদেশী যাত্রী, ৩২জন নেপালী, ১জন চীনের ও ১জন মালদ্বীপের যাত্রী ছিলেন। ভিন্ন এক তথ্য থেকে জানা গেছে ৩২জন নেপালী যাত্রীর মধ্যে ১৩জন ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। এমবি নিউজ ওই মেডিকেল কলেজের বরাত দিয়ে এ খবর দিয়েছে এবং নেপালী শিক্ষার্থীদের নামও প্রকাশ করেছে। এরা হলেন- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি। তাদের মধ্যে ৬জন আহত ও ১জনের মারা যাবার কথা লিখেছে এমবি নিউজ।