মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। শহর রক্ষা পেয়ে গেলেও সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে মৌলভীবাজার জেলা শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত বড়হাট গ্রামের নিকট পশ্চিমের গ্রাম বারৈকোনায় মনু প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। প্রচণ্ড গতিতে নদীর পানি পশ্চিমের দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যেই কুচারমল, ঘরোয়া, বারোহাল, হিলালপুর, বাহারমর্দন, শ্রীরামপুর ও শাহবন্দর খুব বেশী করে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের বাড়ীঘরে বানের জল ঢুকে পড়েছে।
এদিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কদমহাটার কাছে পুরনো ভাঙ্গা দিয়ে মনুর পানি ঢুকে পড়েছে।
রাজনগরের কামারচাক ইউনিয়নের পুরো এলাকাই বন্যার জলে ভেসে গেছে। এমনিতেই সারা কামারচাক ইউনিয়ন এলাকা প্রাকৃতিকভাবেই নিম্ন জলাভূমি। এমতাবস্থায় নদীর জল ঢুকে সারা ইউনিয়নই ভয়াবহ ক্ষতির সন্মুখীন হয়েছে। বিশেষ করে পঞ্চানন্দপুর, মিলের বাজার, মৌলভীর চকসহ ৫/৬/৭/৮/৯নং ওয়ার্ড ভয়াবহ ক্ষতির সন্মুখীন হয়েছে।
কমলগঞ্জের পতনউষার ইউনিয়নে বারৈগ্রামের কাছে কুনিমোড়া-কাউকাপন সড়কের নিকট ৪টি ভাঙ্গা দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।
পাশে উদৃত মৌলভীবাজারের জেলাপ্রশাসক ও পুলিশ তত্ত্বাবধায়কের দু’টি বিজ্ঞপ্তি থেকেই বন্যার ভয়াবহতা অনুমান করতে কারো সমস্যা হবে না।